• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লকডাউনে আপনার করণীয় কী?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ এপ্রিল ২০২১, ১২:৫৪
লকডাউনে আপনার করণীয় কী?
লকডাউনে আপনার করণীয় কী?

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন। এসময় দেশের অধিকাংশ অফিস-আদালত ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা এই সময় দিনমজুর ও সাধারণ মানুষদের বিভিন্নভাবে সহায়তা করবেন। লকডাউনের সময় অন্তত কোনো মানুষের যেন মানবেতর জীবন কাটাতে না হয় সে জন্য সরকারের প্রচেষ্টার কমতি থাকবে না।

তারপরও কিছু বিষয় বা দিক সমাজের সচেতন মানুষদের চোখে পড়বে। অনেকে কাজ করার সুযোগ পাবে না লকডাউনে। এই সময় অর্থকষ্ট থেকে শুরু করে অনেকে আমাদের অগোচরেই খাবার জোগাতে হিমশিম খাবেন। আশপাশের এসব মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন আপনি। এখন করোনার লকডাউনে আপনার করণীয় কী তা তুলে ধরা হলো-

  • সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবেশীর খাঁজ-খবর নিন। কোনো বয়স্ক, অভাবী লোক থাকলে অর্থ ও খাবার দিয়ে সহায়তা করতে পারেন। বাড়ির কেউ অসুস্থ থাকলে ওষুধ সরবরাহ করতে পারেন। জরুরি প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করতে পারেন।
  • ফোনে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের খবর নিন। তাদের পরিবারে লকডাউনে কোনো সমস্যা হচ্ছে কিনা তা জানার চেষ্টা করুন।
  • সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকলে করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে গ্রুপ খুলতে পারেন।
  • বন্ধুদের নিয়ে ফুড ব্যাংক খুলতে পারেন। পরিচিত-অপরিচিতদের সহায়তা করার জন্য তহবিলও গঠন করে সকলের পাশে থাকতে পারেন।
  • অনেকে ইতোমধ্যে হয়তো দরিদ্রদের সহায়তা করার জন্য বিনামূল্যে জীবাণুনাশক, স্বাস্থ্যকর খাবার ও সচেতনমূলক কাজ করছেন। আপনিও সেখানে অংশ নিন। আর্থিকভাবে সহায়তা করা সম্ভব না হলে পরিপূর্ণভাবে লকডাউন পালনের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েও সহায়তা করতে পারেন।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়
লাইলাতুল কদরে যা করণীয়
বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ
কুমিল্লায় ক্ষতিকর স্কিন ক্রিমের বিষয়ে বিএসটিআই’র সচেতনতামূলক অভিযান 
X
Fresh