• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টিকা নিলেন ৩১ লাখ, পার্শ্বপ্রতিক্রিয়া ৭৩৩ জনের

আরটিভি নিউজ

  ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪৭
টিকা নিলেন ৩১ লাখ, পার্শ্বপ্রতিক্রিয়া ৭৩৩ জনের

সারা দেশে করোনাভাইরাসের টিকা দেওয়ার ১৮তম দিন অতিবাহিত হলো আজ রোববার (২৮ ফেব্রুয়ারি। একদিনে ১ লাখ ২৫ হাজার ৭৫২ জন টিকা নিয়েছেন। এ নিয়ে মোট টিকা নিলেন ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। এর মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া ৭৩৩ জনের। রোববার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মোট টিকা নেওয়া ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জনের মধ্যে পুরুষ ২০ লাখ ১২ হাজার ১৮১ জন আর নারী ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন।

দেশে মোট টিকা নেওয়া ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন নয় লাখ ৪১ হাজার ৩৩৯ জন, ময়মনসিংহ বিভাগের আছেন এক লাখ ৩৫ হাজার ১২৪ জন, চট্টগ্রাম বিভাগের আছেন ছয় লাখ ৮১ হাজার ৮০৩ জন, রাজশাহী বিভাগের আছেন তিন লাখ ৪৩ হাজার ৯১০ জন, রংপুর বিভাগের আছেন দুই লাখ ৮৪ হাজার ২৩০ জন, খুলনা বিভাগের আছেন তিন লাখ ৮৪ হাজার ৫৫৬ জন, বরিশাল বিভাগের আছেন এক লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং সিলেট বিভাগের আছেন এক লাখ ৯২ হাজার ৯১ জন।

গত ৭ ফেব্রুয়ারি দেশে শুরু হওয়া টিকাদান কর্মসূচি। প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত চলছে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যানসারের টিকাও সম্ভব করতে পারে নতুন প্রযুক্তি
ঈদের ছুটিতে ২ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন
ডিপিএল থেকে ছুটি নিলেন লিটন
শপথ নিলেন কুমিল্লা ও ময়মনসিংহ সিটির মেয়র
X
Fresh