• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দশ দিনে টিকা নিলেন ১৬ লাখ, পার্শ্বপ্রতিক্রিয়া ৫১০ জন

আরটিভি নিউজ

  ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২৩:২২
16 lakh people, vaccinated,ten days, 510 people,side effects
দশ দিনে টিকা নিলেন ১৬ লাখ, পার্শ্বপ্রতিক্রিয়া ৫১০ জন

সারা দেশে ১০ দিনে করোনা টিকা নিয়েছেন ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন। এর মধ্যে ৫১০ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) করোনাভাইরাসের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়। মোট ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জনের মধ্যে পুরুষ ১০ লাখ ৬৮ হাজার ৭১৯ জন এবং নারী পাঁচ লাখ ১৭ হাজার ৬৪৯ জন।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সারা দেশে টিকা নিয়েছেন ২ লাখ ২৬ হাজার ৭৫৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৫ হাজার ২০৩ জন আর নারী ৮১ হাজার ৪৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৭০ হাজার ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ৭৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪৪ হাজার ৭৮৩ জন, রাজশাহী বিভাগে ২৭ হাজার ১০৮ জন, রংপুর বিভাগে ১৯ হাজার ৭৫৯ জন, খুলনা বিভাগে ২৮ হাজার ৪৩৬ জন, বরিশাল বিভাগে ১৩ হাজার ১৪৬ জন, আর সিলেট বিভাগে ১২ হাজার ৭২৫ জন।

আজ ঢাকা মহানগরীতে টিকা নিয়েছেন ৩১ হাজার ৮৭০ জন। তাদের মধ্যে পুরুষ ২০ হাজার ৯৪৬ জন আর নারী ১০ হাজার ৯২৪ জন।

ঢাকা মহানগরীতে এখন পর্যন্ত টিকা নিয়েছেন দুই লাখ ১৩ হাজার ৪১৬ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪৩ হাজার ৮২৯ জন, আর নারী ৬৯ হাজার ৫৮৭ জন।

প্রসঙ্গত, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনা টিকা কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা দেওয়া হয়।

এফএ

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বান্দরবানে ব্যাংক ডাকাতি, ৫২ জন দুদিনের রিমান্ডে
১৮ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
জিম্মিদশার ৩১ দিনের লোমহর্ষক বর্ণনা দিলেন জাহাজের ক্যাপ্টেন
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৭ ডিগ্রি
X
Fresh