• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস

দ্বিতীয় ঢেউ ঠেকাতে ব্যর্থ হলে আসবে তৃতীয় ঢেউ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২০, ১০:০৮
coronavirus bangladesh
ছবি- সংগৃহীত

কোভিড-নাইনটিন সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ব্যর্থ হলে ২০২১ সালের শুরুর দিকে ইউরোপজুড়ে সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হতে পারে।

সুইজারল্যান্ডের কয়েকটি পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে এভাবেই নিজের আশঙ্কার কথা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-নাইনটিন বিষয়ক বিশেষ দূত ডেভিড নাবারো।
জি-টোয়েন্টি সম্মেলনে দরিদ্র দেশগুলোর জন্য ভ্যাকসিন সুবিধা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল।

সংক্রমণ ও মৃত্যু অব্যাহত আছে করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে। করোনার সংক্রমণ কমে যাওয়ায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার সঙ্গে থাকা নিউ সাউথ ওয়েলস সীমান্ত খুলে দেয়া হয়েছে।

গেলো জুলাইয়ের পর এই প্রথম সেখানে সংক্রমণ শূন্যের কোঠায় নেমে এসেছে। মাস্ক পড়ার নিয়ম শিথিল করা হয়েছে ভিক্টোরিয়ায়।

এদিকে বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনায় মৃতের সংখ্যা ১৩ লাখ ৯৩ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা পেরিয়েছে ৫ কোটি ৮৯ লাখ। সুস্থ হয়েছে ৪ কোটির ৭ লাখের বেশি মানুষ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh