• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

টিকা ৯৫% কার্যকর দাবি ফাইজারের

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ নভেম্বর ২০২০, ২৩:১৩
ছবি সংগৃহীত।

করোনাভাইরাস মোকাবিলায় ফাইজারের তৈরি টিকা ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর বলে দাবি করা হয়েছে।

মার্কিন ওষুধ প্রস্তুতকারী এই প্রতিষ্ঠান বুধবার (১৮ নভেম্বর) এ দাবি করে। ফাইজারের দাবি এই টিকায় উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি। খবর নিউইয়র্ক টাইমসের।

আর এই ঘোষণার মধ্য দিয়ে শেষ পর্যায়ে থাকা পরীক্ষায় থাকা করোনার টিকাগুলোর মধ্যে এগিয়ে গেলো ফাইজার।

তাদের ভাষ্য, এই টিকাটি করোনাভাইরাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে ৯৪ শতাংশ কার্যকর।

মার্কিন বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানের সঙ্গে টিকা তৈরিতে কাজ করছে ‘বায়োএনটেক’ নামে একটি জার্মান প্রতিষ্ঠান।

খুব অল্প সময়ের মধ্যেই এই টিকা জরুরি ভিত্তিতে অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে আবেদনের পরিকল্পনা করছে বায়োএনটেক।

একজন মানুষের শরীরে দুই ডোজ প্রয়োগ করতে হবে ফাইজারের এই টিকা। যদি এফডিএ এই টিকার অনুমোদন দেয়, তাহলে এ বছরের শেষ নাগাদ মার্কিন প্রতিষ্ঠানটি ৫ কোটি ডোজ পর্যন্ত টিকা সরবরাহ করতে পারবে। আগামী বছরের শেষ নাগাদ টিকার এই সরবরাহ বেড়ে গিয়ে ১৩০ কোটি ডোজ পর্যন্ত দাঁড়াতে পারে।

এম

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেমরায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
স্বাক্ষর জাল করে ভুয়া কাবিননামা, কাজি-সহযোগী কারাগারে
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
জোরপূর্বক ব্যাংক একীভূতকরণ দায়মুক্তির নতুন মুখোশ : টিআইবি
X
Fresh