• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনা: ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু

আরটিভি নিউজ

  ০২ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৫
file photo
ছবি- সংগৃহীত

করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা হলো চার হাজার ৩৫১ জন। এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮২ জন। সব মিলিয়ে দেশে আক্রান্তের মোট সংখ্যা তিন লাখ ১৭ হাজার ৫২৮ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৮৩৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ১১ হাজার ১৬ জন।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গেল ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বের নানা প্রান্তে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৬১ হাজার ৭০৩ জন এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ১৫৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে হয়েছেন ১ কোটি ৮২ লাখ ১২ হাজার ৬৪৪ জন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা
করোনায় আরও একজনের মৃত্যু
তদন্ত প্রতিবেদন ৩ মাসের মধ্যে দাখিলের নির্দেশ 
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh