• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনায় ভারতে মৃত্যু ও আক্রান্তের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ আগস্ট ২০২০, ১২:৩২
Coronavirus,
ছবি সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় কঠোর অবস্থান নেয় ভারত। কিন্তু শেষ পর্যন্ত ভাইরাসটি ব্যাপক তাণ্ডব চালাচ্ছে দেশটিতে। এরই মধ্যে ৩৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে আসছে সেপ্টেম্বরের শুরুতেই বিশ্ব তালিকায় ভারত ব্রাজিলকে ছাপিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

পাশাপাশি মৃত্যুর দিক থেকে এদিন মেক্সিকোকে ছাপিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত।

রোববার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে নোভেল করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৭৬১ জন মানুষ, দৈনিক সংক্রমণ বৃদ্ধির নিরিখে যা এখন পর্যন্ত সর্বাধিক। গতকালের চেয়ে এদিন আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৮৯ জন বেশি। তাতে সব মিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ লাখ ৪২ হাজার ৭৩৩।

ভারতে আক্রান্তের সংখ্যা বাড়লেও, সুস্থতার হার খানিকটা হলেও স্বস্তি জোগাচ্ছে। কারণ গত ২৪ ঘণ্টায় দেশে ৬৪ হাজার ৯৩৫ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ২৭ লাখ ১৩ হাজার ৯৩৩ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। অর্থাৎ এখন পর্যন্ত দেশে যত জন মানুষ নোভেল করোনায় আক্রান্ত হয়েছেন, তার মধ্যে ৭৬ শতাংশই সুস্থ হয়ে উঠতে পেরেছেন।

এম

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
বাতাসেই ভেঙে পড়ল সেতু
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
X
Fresh