• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস

আর্জেন্টিনাকে টপকালো বাংলাদেশ

আরটিভি নিউজ

  ১৩ আগস্ট ২০২০, ১৬:০১
The total number of infected people in the South American country is 2 lakh 8 thousand 84 people
ছবি- সংগৃহীত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৫৫৭ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৬১৭ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬৯ হাজার ১১৫ জনে। এতে আক্রান্তের সংখ্যায় আর্জেন্টিনাকে ছাড়িয়ে গেল বাংলাদেশ।

বৃহস্পতিবার দুপুরে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী আক্রান্তের তালিকায় ১৫তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ১৬তম স্থানে রয়েছে আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা, ২ লাখ ৬৮ হাজার ৬৭৪ জন। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ২১৩ জন।

এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৮৯২টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে ১৩ হাজার ১৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৯০১ জনে।

আরও পড়ুন:

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
স্বাস্থ্য অধিদপ্তরের ১২ নির্দেশনা
আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা
করোনায় আরও একজনের মৃত্যু
X
Fresh