• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেশে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৯ হাজার ছাড়িয়েছে

আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২০, ১৪:৫৩
corona death in bangladesh
ছবি- সংগৃহীত

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৬০ জন। মোট আক্রান্তের সংখ্যা এখন দুই লাখ ২৯ হাজার ১৮৫। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার।

মঙ্গলবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৩১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ২৭ হাজার ৪১৪ জনে।

৮১টি ল্যাবের নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে ডা. নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাস শনাক্তে গেল ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৭১৪টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ৩৭ হাজার ১৩১টি।

ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, বিশ্বের নানা প্রান্তে ১ কোটি ৬৬ লাখ ১ হাজার ৮৫০ জন আক্রান্ত হয়েছে করোনায়। মোট মৃতের সংখ্যা ৬ লাখ ৫৬ হাজার ৯২৮।

আরও পড়ুন:

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • করোনাভাইরাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh