• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ ছাড়তে বিদেশিদেরও করোনা সার্টিফিকেট বাধ্যতামূলক

আরটিভি নিউজ

  ২৩ জুলাই ২০২০, ১০:০১
Corona certificate is also mandatory for foreigners to leave Bangladesh
ফাইল ছবি

বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিমানবন্দর দিয়ে অন্য কোনো দেশে যেতে করোনাভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।

আগামী ২৬ জুলাই থেকে এই পরিপত্রটি কার্যকর হবে।

পরিপত্রে বলা হয়, গত ২১ জুলাই এক আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিপত্রটি জারি করা হয়েছে।

তবে পরিপত্রে বলা হয়েছে, বিদেশিদের করোনা সার্টিফিকেট বাধ্যতামূলক থাকলেও কূটনীতিক, জাতিসংঘের সদস্য সংস্থা বা অঙ্গ-সংস্থা সদস্য, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাপ্রধান এবং তাদের পরিবারের সদস্যরা এ আদেশের আওতামুক্ত থাকবেন। এছাড়া বিদেশি বিনিয়োগকারী যারা বাংলাদেশে ১৪ দিনের কম অবস্থান করছেন এবং ১০ বছরের নিচে বিদেশি শিশুদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা থাকছে না।

এর আগে বাংলাদেশিদের বিদেশ যেতে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করে সরকার।

এসজে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
X
Fresh