• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্বাস্থ্য খাতের দুর্নীতি দমনে কঠোর অবস্থানে দুদক (ভিডিও)

জুলহাস কবীর, আরটিভি নিউজ

  ১২ জুলাই ২০২০, ১১:২৯

মাস্ক-পিপিই কেলেঙ্কারিসহ স্বাস্থ্য খাতের দুর্নীতি দমনে কঠোর অবস্থানে দুদক। সংস্থাটির গোয়েন্দা সেলের পরিচালকের নেতৃত্বে চার সদস্যের অনুসন্ধানী টিম এ ব্যাপারে কাজ শুরু করেছে। দুর্নীতি অনুসন্ধানে ৩০ জুনের মধ্যে তথ্য চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ তিন সংস্থার কাছে চিঠি পাঠানো হলেও এখনও পূর্ণাঙ্গ তথ্য দেয়নি কেউ।

অপরদিকে গণমাধ্যমকে এড়িয়ে চলা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেছেন, তথ্য সংগ্রহের কাজ চলছে। এদিকে, স্বাস্থ্যখাতে দুর্নীতির প্রমাণ পেলে কাউকেই ছাড়া দেয়া হবে না বলে জানান দুদক সচিব মুহাম্মদ দিলওয়ার বখত।

এন-৯৫ মাস্কের নামে সাধারণ মাস্ক সরবরাহ, কার্টনে সংখ্যায় কম দেয়া, নিম্নমানের পিপিই, ওয়েবসাইট বানানোর নামে কোটি টাকার বিল, সুরক্ষাসামগ্রী কিনতে বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত খরচ, করোনাকাল শুরুর পর থেকেই স্বাস্থ্যখাতের এমন নানা অনিয়মের খবর গণমাধ্যমে আসতে থাকে। অনিয়মের অভিযোগ করে উল্টো বিপাকে পড়েন চিকিৎসকরা। কয়েকজনকে বদলি করার ঘটনাও ঘটে।

ক্রয় ও নিয়োগে ধারাবাহিক অনিয়মের অভিযোগ ওঠায় গেলো মাসে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড পেনডামিক প্রিপেয়ার্ডনেস প্রকল্পের পরিচালক ডা. ইকবাল কবীরকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়।

স্বাস্থ্য খাতের দুর্নীতির লাগাম টানতে অনিয়মের তথ্য চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালকের কাছে ৩০ জুনের মধ্যে সমস্ত তথ্য চেয়ে জরুরি পত্র দেয় দুদক। তবে নির্ধারিত সময়ের মধ্যে আংশিক তথ্য পেয়েছে সংস্থাটি।

দুর্নীতির ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্য জানতে চাইলে জনসংযোগ কর্মকতার মাধ্যমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। অপেক্ষায় থাকলে বাধার মুখে পড়তে হয় গণমাধ্যমকর্মীদের। এক পর্যায়ে রুম থেকে বের হলেও মহাপরিচালক কোন কথারই জবাব দেননি।

স্বাস্থ্যখাতে ক্রয় ও নিয়োগে ধারাবাহিক অনিয়মের অভিযোগের দায় অধিদপ্তরের প্রধান হিসেবে মহাপরিচালক এড়াতে পারে কিনা? এমন প্রশ্নে নিশ্চুপ থাকেন তিনি।

দুদক সচিব মুহাম্মদ দিলওয়ার বখত বলেন, অনিয়ম দুর্নীতির প্রমাণ পেলে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। দুর্নীতি রোধে দুদক যেকোনো সময়ের চেয়ে কঠোর অবস্থানে রয়েছে।
পি

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
স্ত্রীসহ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা
করোনায় আরও একজনের মৃত্যু
X
Fresh