• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সরকারি হাসপাতালে চিকিৎসা বিড়ম্বনা, বিপাকে জটিল রোগীরা (ভিডিও)

শাকিবুর রহমান, আরটিভি নিউজ

  ০৫ জুলাই ২০২০, ১৭:২৯

কোভিড-19 রিপোর্ট না থাকায় সরকারি হাসপাতালেও চিকিৎসার জন্য রোগী ভর্তি করা হচ্ছে না। অপরদিকে যারা করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে পেরেছেন, ফল জানার জন্য তাদের ৮ থেকে ১০ দিন অপেক্ষায় থাকতে হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষার কারণে সবচেয়ে বিপাকে পড়েছেন জটিল রোগে আক্রান্তরা। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগিদের ভোগান্তির যেন শেষ নেই।

রোববার সরেজমিনে ঘুরে দেখা যায়, ক্যানসারে আক্রান্ত সাত বছরের শাকিবুলের কেমোথেরাপি আটকে আছে কোভিড রিপোর্টের জন্য। রিপোর্ট না আসায় ৮ দিন ধরে বাবার সাথে মুগদা জেনারেল হাসপাতালে ধরনা দিচ্ছে ছোট্ট শাকিবুল।

ছেলের চিকিৎসার জন্য মাস খানেক ধরে পরিবার নিয়ে ঢাকায় আছেন শাকিবুলের বাবা। ব্রাহ্মণবাড়িয়ায় ছাট ব্যবসা বন্ধ করে এখন পরিবার চালাতে রিকশা চালাচ্ছেন তিনি। আটদিন ঘোরার পর অবশেষে রোববার দুপুরে করোনা রিপোর্ট হাতে পায় পরিবারটি।

শাকিবুলের মতোই নানা বিড়ম্বনার কথা জানান রাজধানীর মুগদা হাসপাতালে নমুনা পরীক্ষা আর চিকিৎসা নিতে আসা রোগীরা।

এসব ব্যাপারে জানতে হাসপাতালটির পরিচালককে একাধিকবার ফোন করে ও ম্যাসেজ পাঠিয়েও কোনো জবাব পাওয়া যায়নি। পরে উপ-পরিচালক ফোনে দাবি করেন পরীক্ষার ফল পেতে দেরি হওয়ার কথা তাদের জানা নেই।
এ অবস্থায় সাধারণ রোগীদের প্রশ্ন, তাদের এই ভোগান্তির দায় কে নেবে?
পি

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুলিয়ায় ২ হাসপাতাল সিলগালা
সরকারি হাসপাতালে চালু হচ্ছে ই-অ্যাপয়েন্টমেন্ট
প্রতি ৯৯০ জনের বিপরীতে সরকারি হাসপাতালে বেড একটি
সারাদেশে লাইসেন্সবিহীন হাসপাতাল ১০২৭
X
Fresh