• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

উঠে গেল পূর্ব রাজাবাজারের লকডাউন 

আরটিভি নিউজ

  ০১ জুলাই ২০২০, ০৯:৪৩
The lockdown of East Rajabazar went up
তুলে নেয়া হয়েছে পূর্ব রাজাবাজারের লকডাউন 

রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলকভাবে চলা ২১ দিনের লকডাউনের মেয়াদ গতকাল (মঙ্গলবার) রাতেই শেষ হয়েছে। ফলে খুলে দেয়া হয়েছে পূর্ব রাজাবাজার। তবে নতুন করে করোনা সংক্রমণ রোধে আরো ১০ থেকে ১৫ দিন এ এলাকায় কড়াকড়ি থাকবে।

স্থানীয় কাউন্সিলর ফরিদুর রহমান ইরান বলেন, পূর্ব রাজাবাজারের লকডাউন রাত ১২টার পরেই উঠে গেছে। তবে আমরা সাবধানতার জন্য আরো ১০ থেকে ১৫ দিন কড়াকড়িভাবে এলাকা পর্যবেক্ষণ করব। এলাকার বাসিন্দা ছাড়া অন্য কাউকে অপ্রয়োজনে প্রবেশ করতে দেয়া হবে না।

তিনি আরো জানান, পূর্ব রাজাবাজারে ১০টি গেটের মধ্যে এখন থেকে দুটি সম্পূর্ণভাবে খোলা থাকবে। বাকিগুলোর পকেট গেট খুলে দেয়া হবে। এতদিন একটি খোলা ছিল। সাধারণ মানুষের প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজন ছাড়া রাস্তায় ঘোরাফেরাও নিয়ন্ত্রণ করা হবে। আর কোনো বাড়িতে করোনা রোগী থাকলে সেই বাড়িটি আরো কিছুদিন লকডাউন থাকবে।

উল্লেখ্য, গত ৯ জুন মধ্যরাতে পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়। পরে ২৩ জুন থেকে আরো সাতদিন লকডাউনের মেয়াদ বাড়ানো হয়।
পি

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
X
Fresh