• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনায় মারা গেলেন ব্যবসায়ী আফসার মঈন

আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২০, ১৪:০৬
Businessman Afsar Moin died in Corona
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যবসায়ী আফসার মঈন

দেশের চা-শিল্পের খ্যাতিমান ব্যবসায়ী আফসার মঈন (৬৬) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ঘাতক করোনাভাইরাসের সঙ্গে দীর্ঘ এক মাসের যুদ্ধ শেষে ২৮ জুন শারীরিক অন্যান্য জটিলতা নিয়ে মারা যান তিনি। সুরমা টি-স্টেট ও কেএস ব্রোকার লিমিটেডের পরিচালক ছিলেন আফসার মঈন।

আফসার মঈন অবিভক্ত বাংলার শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী নবাব মোশারফ হোসেনের প্রপৌত্র। মৃত্যুকালে তিনি একমাত্র ভাই আসিফ মঈন, স্ত্রী নাহিদ মঈন, দুই ছেলে আসাদ ও মুহাম্মদ এবং দুই মেয়ে সানা ও শাইজাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাত্র ৩৯ দিনের ব্যবধানে দেশের চা-শিল্পের খ্যাতিমান এই পরিবার করোনা ভাইরাসের কারণে হারাল তাদের তৃতীয় সদস্যকে। এর আগে গত ৭ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান আফসার মঈনের ভাই ব্যবসায়ী ও শিল্পপতি আজমত মঈন। তার কিছুদিন আগেই মারা যান তাদের বাবা গোলাম মঈন। তার শরীরেও পাওয়া যায় কোভিড-১৯।
পি

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
X
Fresh