• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সেনাবাহিনীতে ভ্যাকসিন পরীক্ষার অনুমতি দিলো চীন

আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২০, ২১:১৬
China allows military to test vaccines
ফাইল ছবি

শুধুমাত্র সেনাবাহিনীতে করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহারের অনুমতি দিয়েছে চীন। দেশটির সেনাবাহিনীর গবেষণা ইউনিট ও ক্যানসিনো বায়োলজিকসের তৈরি করা ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে নিরাপদ ও কার্যকর প্রমাণ হওয়ায় তার অনুমতি দেয়া হয়েছে।

আজ সোমবার (২৯ জুন) ক্যানসিনো বায়োলজিকসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

রয়টার্সের খবরে বলা হয়, চীনে করোনাভাইরাসের জন্য মোট আটটি ভ্যাকসিন মানব পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে। ভ্যাকসিনগুলো নিয়ে পরীক্ষা চালানোর পর অ্যাড৫-এনকোভ নামের এ ভ্যাকসিন নিরাপদ প্রমাণিত হয়েছে। একই ভ্যাকসিন কানাডাতেও মানব পরীক্ষার জন্য অনুমতি পেয়েছে। এখন এই ভ্যাকসিনটি পরীক্ষামূলক ব্যবহারের অনুমতি পেল চীনের সেনাবাহিনী।

খবরে আরও বলা হয়, ক্যানসিনো বায়োলজিকস জানায় ২৫ জুন চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন পরীক্ষামূলক ভ্যাকসিনটি এক বছরের জন্য ব্যবহারের অনুমোদন দেয় সেনাবাহিনীকে। ভ্যাকসিনটি চীনের অ্যাকাডেমি অব মিলিটারি সায়েন্স (এএমএস) ও ক্যানসিনো যৌথভাবে তৈরি করেছে। আপাতত এর ব্যবহার চীনের সেনাবাহিনীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব ক্রিকেটারকে সেনাবাহিনীর ট্রেনিংয়ে পাঠাচ্ছে পাকিস্তান
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা
বিদেশেও সুনাম অর্জন করেছে সেনাবাহিনী : সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
X
Fresh