• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনাভাইরাস: সংক্রমিত শীর্ষ ২০ দেশের তালিকায় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ জুন ২০২০, ০৮:৪০
coronavirus
ছবি: সংগৃহীত

করোনা শনাক্তের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ২০ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশ।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮২৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৯১ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় নিয়মিত যে টালি প্রকাশ করছে, সেটাতে বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১০টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৬৬ লাখ ৮২ হাজারের বেশি। মৃত্যু হয়েছে প্রায় তিন লাখ ৯২ হাজার মানুষের।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আক্রান্তের সংখ্যায় সবার উপরে আছে যুক্তরাষ্ট্র। সেখানে ১ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত। দেশটিতে ভাইরাসে মারা গেছে ১ লাখ ৮ হাজার ৩৩৪ জন।

এরপরেই ব্রাজিল, রাশিয়া ও যুক্তরাজ্য। শুক্রবারই এই তালিকার ২০ তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। ২ লাখ ৩৩ হাজারের বেশি শনাক্ত রোগী নিয়ে ভারত এই তালিকার ৭ নম্বরে রয়েছে। আর ৮৯ হাজারের বেশি শনাক্ত রোগী নিয়ে পাকিস্তান আছে ১৭তম অবস্থানে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের মাত্র ৩টি
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh