• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পুলিশে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৩ জন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ মে ২০২০, ১৫:৩৫
police, igp, headquater,
ফাইল ছবি

করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের মাঝে প্রতি ৩ জনে ১ জন সদস্য এরইমধ্যে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন।

আজ শুক্রবার (২৯ মে) পর্যন্ত পুলিশের ১ হাজার ৫৬৩ জন সদস্য করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এর মাঝে অনেকেই পুনরায় দেশ মাতৃকার সেবায় নিয়োজিত হয়েছেন।

শুক্রবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য জানান।

তিনি আরও বলেন, জনগণের সেবা ও সুরক্ষা দিতে এখন পর্যন্ত পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ৪ হাজার ৫৪৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পুলিশ সদস্যদের সুস্থতার হার ৩৪ দশমিক ৩৯ শতাংশ।

তিনি বলেন, আইজিপি ড. বেনজীর আহমেদের প্রচেষ্টা ও নির্দেশনায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে।

পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে আইজিপির নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসাথে আক্রান্ত সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ পুলিশ হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরের সম্পদ: অনুসন্ধান প্রতিবেদন নিয়ে দুদককে হাইকোর্টের যে নির্দেশ
বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক
বেনজীরের দুর্নীতি অনুসন্ধানে দুদক
বেনজীর আহমেদের দুর্নীতি অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট
X
Fresh