• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

উপকূলীয় এলাকায় স্বাস্থ্যখাতের ১৯৩৩টি টিম কাজ করছে: সচিব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মে ২০২০, ২০:৩৫
The secretary said 1933 health teams are working in the coastal areas
ফাইল ছবি

সুপার সাইক্লোন আম্পান মোকাবিলায় স্বাস্থ্যখাতের এক হাজার ৯৩৩টি টিম কাজ করছে। আশ্রয় কেন্দ্র্রে আশ্রয় নেয়া ২০ লাখের বেশি মানুষের জন্য ওষুধ সরবরাহসহ জরুরি স্বাস্থ্যসেবায় কাজ করবে এই টিম।

আজ বুধবার (২০ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের আহ্বায়ক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান এসব কথা বলেন।

তিনি বলেন, ঘুর্ণিঝড় আম্পান মোকাবিলায় চট্টগ্রামে ১ হাজার ২১২টি, খুলনায় ৩০৩টি ও বরিশালে ৪১৮টি স্বাস্থ্য টিম রয়েছে। এসব টিম আশ্রয় নেয়া লাখ লাখ মানুষের ওষুধ সরবরাহ সহ স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবে।

সচিব বলেন, বর্তমানে ঢাকায় ১৪টি সরকারি ও বেসরকারি হাসপাতাল করোনাভাইরাসের চিকিৎসা কেন্দ্র হিসেবে ডেডিকেটেড করা হয়েছে। এর পাশাপাশি বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২ হাজার শয্যার অস্থায়ী হাসপাতালটিও রয়েছে। ঢাকা ও বাইরের সব মিলিয়ে বর্তমানে দেশে অন্তত ১১০টির মতো কোভিড-19 ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh