• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৬০২ ও মৃত্যু ২১

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মে ২০২০, ১৪:৩৭

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ২১ জন। আর এই সময় নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬০২ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৮৭০ জন। আর মারা গেছেন ৩৪৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ২১২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮৫ জন।

আজ সোমবার (১৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, আগের কিছু নমুনাসহ গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর এই সময় নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ৯০৩টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৭৯৬টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যে ২১ জন মারা গেছেন তাদের মাঝে ১৭ জন পুরুষ ও ৪ জন নারী।

দেশে করোনা আক্রান্তের হিসেবে সুস্থের হার ১৯ দশমিক ২১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ বলে জানান নাসিমা সুলতানা।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজারের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে তিন হাজার ৬১৮ জনের। বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন লাখ ১৬ হাজার ৫২০ জন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৪৮ লাখ মানুষ। এছাড়া সুস্থ হয়েছে ১৮ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস এখন বাংলাদেশসহ বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এমকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh