logo
  • ঢাকা সোমবার, ০১ জুন ২০২০, ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ৪০ জনের মৃত্যু, আক্রান্ত ২৫৪৫ জন, সুস্থ ৪০৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৩

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৭ মে ২০২০, ১৭:৪৯ | আপডেট : ০৭ মে ২০২০, ২০:১০
দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ১৩ জন
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ১৯৯ জনের মৃত্যু হলো। দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে এটিই মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।

আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে আরও বলা হয়, মৃত ১৩ জনের মাঝে ৮ জন পুরুষ ও ৫ জন নারী। এদের মাঝে ঢাকায় ৬ জন, ঢাকা বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ৪ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এদের মধ্যে ষাটোর্ধ্ব ৬ জন, পঞ্চাশোর্ধ্ব ৪ জন, চল্লিশোর্ধ্ব ২ জন এবং ১১ থেকে ২০ বছর বয়সের একজন রয়েছে। ১১ থেকে ২০ বছরের মধ্যে মৃত ব্যক্তি ক্যান্সারেও আক্রান্ত ছিলেন।

এর আগে দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০৬ জন, যা গতকালের তুলনায় ৮৬ জন কম। এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত ১২ হাজার ৪২৫ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন।

এমকে

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৭১৫৩ ৯৭৮১ ৬৫০
বিশ্ব ৬২৬৩৯১১ ২৮৪৬৭১৩ ৩৭৩৮৯৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • স্বাস্থ্য এর সর্বশেষ
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়