• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনায় সেবা দিতে গিয়ে আক্রান্ত ৯০ হাজার স্বাস্থ্যকর্মী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ মে ২০২০, ১০:০৬
health worker coronavirus
ছবি-সংগৃহীত

করোনাআক্রান্তদের সেবা দিতে গিয়ে বিশ্বব্যাপী ৯০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী সংক্রমণের শিকার হয়েছেন। এই পর্যন্ত করোনা প্রাণ কেড়ে নিয়েছে ২৬০ জন নার্সের। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস (আইসিএন) এই সব তথ্য জানিয়েছে।

করোনায় মৃত্যু ও আক্রমণের সঠিক চিত্রটা আরও ব্যাপক বলে মনে করছে নার্সদের এই শীর্ষ সংগঠন।

আইসিএনের প্রধান নির্বাহী হাউয়ার্ড ক্যাটন স্বীকার করেছেন, তাদের কাছে সঠিক তথ্য নেই।

ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেসের পক্ষে তিনি জানান, অনেক রাষ্ট্রের পরিসংখ্যান তাদের কাছে পৌঁছায় না। তাই বাস্তবিক করোনায় আক্রান্ত বা মৃত কতজন স্বাস্থকর্মী, তা অস্পষ্টই।