• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনায় মারা গেলেন ব্যাংক কর্মকর্তা শাহরিয়ার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ এপ্রিল ২০২০, ২১:৫৩
করোনায় মারা গেলেন ব্যাংক কর্মকর্তা শাহরিয়ার
মুজতবা শাহরিয়ার

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্য সিটি ব্যাংক লিমিটেডের মানবসম্পদ কর্মকর্তা মুজতবা শাহরিয়ার (৪০) মারা গেছেন।

আজ রোববার সকালে তিনি মারা যান। পরে বিকেলে তালতলা কবরস্থানে আইনশৃংখলা বাহিনীর দায়িত্বে তাকে দাফন করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষর বরাত দিয়ে শাহরিয়ারের স্ত্রী জানান, তার স্বামীর মৃত্যুর পর জানা যায় তিনি কোভিড-19 পজিটিভ ছিলেন। অথচ এর আগে দুইবার তা পরীক্ষা করা হলেও নেগেটিভ এসেছিল। হাসপাতাল থেকে তার পরিবারের সদস্যদের বাসায় কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

মুজতবা শাহরিয়ার সিটি ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রধান মানবসম্পদ পরিচালন কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তার দাফনে আইনশৃংখলা বাহিনী পরিবারের এক সদস্যকে উপস্থিত থাকার অনুমতি দিলেও মরদেহ দেখার অনুমতি দেয়া হয়নি।

পরিবার থেকে জানানো হয়, শাহরিয়ার কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে দুইবার পরীক্ষা করা হলে তার কোভিড-19 নেগেটিভ আসে। তিনি বারডেম হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তবে অবস্থার হওয়ায় শনিবার সকালে তিনি মুগদা হাসপাতালে ভর্তি হন। রোববার সকালে হাসপাতাল থেকে পরিবারের কাছে ফোন করে জানানো হয় তিনি মারা গেছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
মালদ্বীপে প্রেসিডেন্ট মুইজ্জুর দল পিএনসির বড় জয়
মার্তিনেজের আচরণে ক্ষুব্ধ ফরাসি ক্লাব প্রেসিডেন্ট
ইসরায়েলে হামলা নিয়ে যা বলল ইরান
X
Fresh