• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৩০০ টাকায় হবে করোনা পরীক্ষা, শনিবার কিট হস্তান্তর: ডা. জাফরুল্লাহ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ এপ্রিল ২০২০, ২১:৪৫
৩০০ টাকায় হবে করোনা পরীক্ষা, শনিবার কিট হস্তান্তর ডা. জাফরুল্লাহ
ফাইল ছবি

আগামী শনিবার সরকারের কাছে হস্তান্তর করা হবে গণস্বাস্থ্য কেন্দ্রে তৈরি করোনা পরীক্ষার কিট GR Covid-19 Dot Blot । মাত্র ১৫ মিনিটেই এ কিটের মাধ্যমে করোনাভাইরাস পরীক্ষা করা যাবে। বললেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ বুধবার তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর টেস্ট করতে তিন হাজার টাকা খরচ হয়। তবে গণস্বাস্থ্য কেন্দ্রের কিটে খরচ পড়বে তিনশ টাকা।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, মঙ্গলবার রাতে বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করা হলে গণস্বাস্থ্য কেন্দ্রকে রক্ত সংগ্রহের অনুমতি দেয়া হয়। কিন্তু আজ বুধবার ডাক্তার, টেকনিশিয়ানদের স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হলেও তাদের রক্তের নমুনা দেয়া হয়নি।

বৃহস্পতিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর রক্ত সংগ্রহ করতে যেতে বলা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের হাসপাতালে শিক্ষার্থীর মৃত্যু, আটক ৪ ডাক্তার
হাসপাতালের সামনেই অটোরিকশায় ডেলিভারি সম্পন্ন করলেন ডাক্তার
‘ডাক্তার সাহেবরা শুধু প্র্যাক্টিস আর টাকা কামাই করে’
রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা
X
Fresh