• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

১০ দিনের মধ্যে ২ হাজার শয্যার আইসোলেশন সেন্টার হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ এপ্রিল ২০২০, ১৫:৪২
১০ দিনের মধ্যে ২ হাজার শয্যার আইসোলেশন সেন্টার হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ২০০০ শয্যার আইসোলেশন সেন্টার তৈরি করা হচ্ছে। আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে এটি প্রস্তুত হবে। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (এমআইএস) বিভাগের মিলনায়তনে ‘করোনা ভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাস ভবন থেকে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বসুন্ধরা গ্রুপ করোনায় আক্রান্তদের সেবায় এগিযে এসেছে। তাদের সদিচ্ছার কারণেই বসুন্ধরা কনভেনশন সিটিতে ২০০০ শয্যার আইসোলেশন সেন্টার তৈরি করা সম্ভব হচ্ছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন। মোট আক্রান্ত ৩৩০জন। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাখালী টার্মিনালে বাস সংকটে ম্লান বাড়ি ফেরার খুশি
করোনায় আরও একজনের মৃত্যু
নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৭
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh