• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আক্রান্তদের মধ্যে ২০ জনই বয়সে কিশোর ও তরুণ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ এপ্রিল ২০২০, ১৭:০৭
আক্রান্তদের মধ্যে ২০ জনই বয়সে কিশোর ও তরুণ
ফাইল ফটো

আইইডিসিআর এর পরিচালক জানিয়েছেস, গত ২৪ ঘণ্টায় যে ৯৮১টি নমুনা পরীক্ষা করা হয় সেখান থেকে শনাক্ত ৫৪ জনের ৩৩ জন পুরুষ আর ২১ জন নারী। তবে বয়সভেদে নতুন আক্রান্তদের মধ্যে ২০ জন কিশোর ও তরুণ। অর্থাৎ তরুণ ১৫ জন এবং কিশোর ৫ জন রয়েছে।

এই ৫৪ জনের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী পাঁচজন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১৫ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী সাতজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী সাতজন এবং ষাটোর্ধ ১০ জন।

আজ বুধবার দুপুর আড়াটায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি জানান, নতুন শনাক্তের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ২১ জন নারী। শনাক্ত ৫৪ জনের মধ্যে ঢাকা শহরে ৩৯ জন, একজন নারায়ণগঞ্জের বাসিন্দা। বাকিরা অন্য জেলার।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। বর্তমানে ১১১ জন আইসোলেশনে আছেন।

এছাড়া বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ১৩৯ জন।

সি/

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানখেতে পড়ে ছিল যুবকের মরদেহ
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
অষ্টগ্রামে ইমাম হাসান (রা.)-এর জন্মবার্ষিকী পালিত
X
Fresh