• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিঙ্গাপুরে নতুন ৪৬ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ এপ্রিল ২০২০, ১৭:১২
সিঙ্গাপুর, বাংলাদেশি, করোনা, আক্রান্ত
ফাইল ছবি।

সিঙ্গাপুরে নতুন করে ৪৬ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে নতুন করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা প্রকাশ করেছে। এতে ১০৬ জন নতুন করোনা আক্রান্তের মধ্যে ৪৬ জন বাংলাদেশি আছেন।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত সংকলিত তথ্য অনুযায়ীয় এই তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ। বিষয়টি জানায় বিবিসি ও আল-জাজিরা।

তালিকায় থেকে জানা যায়, আক্রান্তদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি একসঙ্গে একই আবাসিক ভবনে থাকতেন। সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকের সংখ্যা ২০ লাখের বেশি। এদের বেশিরভাগই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে নির্মাণ শ্রমিক হিসেবে গেছেন।

খুব কষ্টকর জীবন এসব শ্রমিকদের। গাদাগাদি করে ছোট ঘরে একসঙ্গে অনেকেই থাকেন, একটি টয়লেট ব্যবহার করেছেন একাধিক মানুষ। বেশ কিছু ডরমেটরিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সেখানে শ্রমিকদের ভেতরে থাকতে বলা হয়েছে।

সিঙ্গাপুরে শুরু হয়েছে এক মাসের লকডাউন। কর্মকর্তারা স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।

সবশেষ খবর অনুযায়ী, বিশ্বের ২০৯টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি আক্রান্ত দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

জিএ

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ
X
Fresh