• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে কর্মহীন সাড়ে ৫ হাজার মানুষকে খাবার দিচ্ছে পাথওয়ে

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ এপ্রিল ২০২০, ১১:২৪

করোনাভাইরাসের এই দুর্যোগে রাজধানীতে কর্মহীন সাড়ে ৫ হাজার অসহায় খেটে-খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পাথওয়ে’। শুক্রবার (৩ এপ্রিল) এই খাদ্য বিতরণ কর্মসূচি শুরু করে সংস্থাটি। প্রথমদিনে ৬০০ জন খেটে খাওয়া মানুষদের মাঝে দুপুরে খাবার বিতরণ করা হয়।

চাল, ডাল, আলু, ফুলকপি ও গাজর দিয়ে তৈরি খিচুড়ি রান্না করে আলাদা আলাদা প্যাকেট করা হচ্ছে। খিচুড়ির প্যাকেট দুপুরে দুস্থ অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছে পাথওয়ের টিম।

করোনাভাইরাসের সংক্রমণের বিষয়টি মাথায় রেখে যেন কোনো জমায়েত না হয় সেটি বিবেচনা করেই দুস্থদের বাড়িতে খাবার পৌঁছে দেয়া হচ্ছে।
পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার দেশে সাধারণ ছুটি ঘোষণা করায় অনেক দরিদ্র ও খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অনেকের বাসায় খাবার ফুরিয়ে যাওয়ায় পরিবার নিয়ে অনাহারে রয়েছে। এসব খেটে খাওয়া দুস্থ মানুষের সমস্যার কথা মাথায় রেখেই এই খাদ্য বিতরণের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। প্রতিদিন ৬০০ মানুষকে একবেলা করে টানা ৯দিন খাবার বিতরণ করা হবে।
পি


মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধে রাজধানীতে র‌্যালি
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
রাজধানীতে গ্রেপ্তার ২৭
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
X
Fresh