• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

২৪ ঘণ্টায় কেউ করোনায় আক্রান্ত হয়নি: আইইডিসিআর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ মার্চ ২০২০, ১২:৩৫
গত ২৪ ঘণ্টায় কেউ করোনায় আক্রান্ত হয়নি: আইইডিসিআর
নিয়মিত ব্রিফিংয়ে রোববার কথা বলেন আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। ফলে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আগের মতো ৪৮ জনই রয়েছে।

করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোববার দুপুরে তিনি এ তথ্য জানান।

আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা আরও বলেন, করোনাভাইরাসে নতুন কেউ মারাও যাননি কিংবা নতুন করে কেউ সুস্থ হননি। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামের ল্যাবে মোট ১০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখানে নতুন কেউ শনাক্ত হয়নি।

বাংলাদেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন। আর মোটমৃত্যু হয়েছে ৫ জনের।

তিনি সবাইকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান। এরপর লাইভে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরপর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

পি

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের
শরীয়তপুরে ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় ৫৫ রোগী হাসপাতালে ভর্তি
২৪ ঘণ্টা রোগী দেখবেন না চট্টগ্রামের চিকিৎসকরা 
২৪ ঘণ্টার মধ্যে যেসব জায়গায় বৃষ্টি হতে পারে
X
Fresh