• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মিশরে সব মসজিদ গির্জা বন্ধ ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মার্চ ২০২০, ১৮:৪৪
মিশরে সব মসজিদ গির্জা বন্ধ ঘোষণা
ফাইল ছবি

নোভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মিসরের ধর্ম মন্ত্রণালয় শনিবার সব মসজিদ, গির্জা ও ধর্মীয় প্রার্থনা সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে মসজিদের মাইকে আজান প্রচার বন্ধ হবে না।

আগামী দুই সপ্তাহ পর্যন্ত অন্তত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।খবর রয়টর্সের।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের বড় জমায়েত এড়িয়ে চলতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। কারণ এতে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপক শঙ্কা রয়েছে।

মন্ত্রণালয় জানায়, সব মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ থেকে শুরু হয়ে আগামী দুই সপ্তাহ যা অব্যাহত থাকবে।

‍মুসল্লিদের বাড়িতেই নামাজ আদায়ের পরামর্শ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আর নির্দেশনায় কপটিক অর্থোডক্স গির্জা জানায়, তারা সব গির্জা বন্ধ ও ধর্মীয় অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।

মিসরের এখন পর্যন্ত ২৯৪ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ১০ জন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেহরিতে মসজিদের মাইকে অনবরত ডাকাডাকি, যা বললেন আহমাদুল্লাহ 
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh