• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন আজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জানুয়ারি ২০২০, ০৮:২৫
ভিটামিন এ ক্যাপসুল
২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

আজ শনিবার দেশের ২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোয় এই ক্যাম্পেইন চলবে। তবে বিশ্ব ইজতেমার কারণে গাজীপুর জেলায় এ কর্মসূচি স্থগিত থাকবে। সেখানে ২৫ জানুয়ারি ক্যাম্পেইনটি সম্পন্ন করা হবে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মিলনায়তনে জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেছেন, তাঁরা যেন ভরা পেটে শিশুদের যথাসময়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ১ লাখ ২০ হাজার কর্মী এই কর্মসূচি সফল করতে মাঠে থাকবেন। স্বাস্থ্যকেন্দ্রের বাইরে রেলস্টেশন, লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডের মতো স্থানগুলোয় অস্থায়ী ক্যাম্প বসিয়ে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ইজতেমা উপলক্ষে শুধু গাজীপুর জেলায় ১১ জানুয়ারি এই কর্মসূচি বাস্তবায়িত হবে না। তবে তা ২৫ জানুয়ারি বাস্তবায়িত হবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
তীব্র গরমে সালাতুল ইসতিসকা আদায়ের কর্মসূচি জামায়াতের
বয়স্ক-শিশুদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
মুজিবনগর দিবসে উপজেলায় ছুটি, থাকছে নানা কর্মসূচি
X
Fresh