• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীর বাইরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১২
রাজধানী বাড়ছে ডেঙ্গু রোগী

ঢাকার বাইরে কয়েক জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সঙ্গে মৃতের সংখ্যাও বাড়ছে।

শুক্রবার সবশেষ তথ্য অনুযায়ী রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে রওশন আরা নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারায়। সিরাজগঞ্জে চিকিৎসা অবহেলায় নীলুফার ইয়াসমিন (৫৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। নিলুফার ইয়াসমিন পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লার নূরুল ইসলামের স্ত্রী।

এদিকে, ২৪ ঘণ্টায় সারাদেশে ৫২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ৫৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট দুই হাজার তিনশ ৪৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৭৩৯ জন।

এদিকে যশোরের আট উপজেলায় ৬২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া বরিশালে ২৩, সিরাজগঞ্জে ১৮, চট্টগ্রামে ১৬, কুষ্টিয়ায় ১৪, নড়াইলে ১১, ঝিনাইদহে ৬, চুয়াডাঙ্গায় ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

পি

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধে রাজধানীতে র‌্যালি
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
রাজধানীতে গ্রেপ্তার ২৭
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
X
Fresh