• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঈদের ছুটি শেষে হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ আগস্ট ২০১৯, ২২:০০
ডেঙ্গু

ঈদের ছুটি শেষে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে জায়গা পেতে দিতে হচ্ছে বাড়তি টাকা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির হার কমছে।

জ্বরে আক্রান্ত রোগীদের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে। ২০০ আসনের বিপরীতে ভর্তি আছে ৪২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। কর্তৃপক্ষের হিসাবে শুক্রবারের চেয়ে শনিবার ৩৬ জন বেশি রোগী ভর্তি হয়েছেন।

একই অবস্থা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। যেখানে শুক্রবারের চেয়ে ২০ জন বেশি রোগী ভর্তি হয়েছেন। এই হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ১৫১ জন।

রাজধানীর বাইরের চিত্রও প্রায় একই। মানিকগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা ছয়শ ছাড়িয়েছে। সিরাজগঞ্জে ১৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পটুয়াখালীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ জন। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মনোয়ারা নামে একজন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুমন ও ঝিনাইদহে মিজানুর রহমান নামে একজন মারা যান।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্তের হার কমেছে। এসময় আক্রান্ত ১ হাজার ৪৬০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হন।

এমন অবস্থার মধ্যেও রাজধানীর কারওয়ান বাজারের পরিত্যক্ত আন্ডারপাসে জমা পানিতে এডিস মশার লার্ভা জন্মাতে দেখা যায়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর বাহক এডিস মশা নির্মূলে জনসচেতনা বৃদ্ধি ও কর্তৃপক্ষ আরো সক্রিয় না হলে, ডেঙ্গুর প্রকোপ আরো বাড়তে পারে।

পি

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আকর্ষণীয় বেতনে ল্যাবএইড হাসপাতালে চাকরি
শরীয়তপুরে ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় ৫৫ রোগী হাসপাতালে ভর্তি
দেশের হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
গাজায় হাসপাতালে মিলল গণকবর, ৫০ লাশ শনাক্ত 
X
Fresh