• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজধানী থেকে সারাদেশে ছড়িয়েছে ডেঙ্গু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জুলাই ২০১৯, ১৯:১০
ডেঙ্গু

রাজধানী ছাড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর সংক্রমণ। বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে প্রতিদিনই বেড়ে চলেছে ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীর সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১১,৬৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮ জন। বর্তমানে ভর্তি আছেন ২৯২১ জন। আর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন ৮৭২৫ জন।

চিকিৎসক ও রোগীর পরিবারের সদস্যরা বলছেন, আক্রান্ত রোগীর বেশির ভাগই সাম্প্রতিক সময়ে ঢাকায় এসেছিলেন কিংবা ঢাকায় থাকেন। তারা ঢাকা থেকেই সংক্রামিত হয়েছেন বলে ধারণা করছেন। গেলো কয়েকদিনে যা বাড়ছে আশঙ্কাজনক হারে।

গাজীপুর সিটিতেও ডেঙ্গু বিস্তার লাভ করেছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এখন পর্যন্ত ২১ জন ডেঙ্গু রোগী জ্বর নিয়ে ভর্তি হয়েছেন।

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ২৮ এ পৌঁছেছে। রংপুর মেডিকেলে গত তিন দিনে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৩ জন।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ডেঙ্গু টেস্টের মূল্য ৫০০ টাকা নির্ধারণ
---------------------------------------------------------------------

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর আগে আরো চারজন হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে ফিরে গেছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুই নারীসহ ৫ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৬ জন ডেঙ্গু রোগী। বরগুনায় এখনও পর্যন্ত ১৪জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে সনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। পাবনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। কুষ্টিয়ায় ১০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। অপরদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে প্রায় ৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

জ্বরে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে এবং বেশি বেশি পানি, খাবার সেলাইনসহ রোগীকে তরল খাবার খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। একইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর রোববার ডেঙ্গু টেস্টের মূল্য অনধিক ৫০০ টাকা নির্ধারণ করে দিয়েছেন।

পি

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু অপহরণ করে বিক্রি করতো চক্রটি
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
রাজধানীর যেসব স্থানে কৃষকের দামে মিলবে তরমুজ
X
Fresh