• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্বাস্থ্য খাতে অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০১৯, ১৭:২৯

শিগগির স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলবে। ইতোমধ্যে আমরা একজনকে বরখাস্ত করেছি, আস্তে আস্তে এই শুদ্ধি অভিযান সব জায়গায় হবে ইনশাআল্লাহ। যাতে ভালো পরিবেশ আপনারা পান। অল্প সময়ের মধ্যে তা দেখতে পাবেন। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ (বুধবার) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘আগামী ১০০ দিনের কর্মসূচি’নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। ইতোমধ্যে আমরা একজনকে সাসপেন্ড করেছি, আস্তে আস্তে এই শুদ্ধি অভিযান সব জায়গায় হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি বিভাগীয় শহরেই ১শ’ শয্যার ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে। এক বছরের নিচে শিশু এবং ৬৫ বছরের ওপরে বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার পরিকল্পনা করেছে সরকার।