• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নেপালে আহত কবির হোসেনকে ঢাকায় আনা হয়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মার্চ ২০১৮, ২১:৫৫

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ দুর্ঘটনায় আহতদের মধ্যে সর্বশেষ কবির হোসেনকে আজ সোমবার ঢাকায় আনা হয়েছে।

আহত কবির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

বিকালে এক সংবাদ সম্মেলনে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডাঃ সামন্তলাল সেন বলেন, কবির হোসেনের দুই পায়েই হাঁটুর নিচ থেকে অনেক জায়গায় ভেঙে গেছে। ডান পায়ের অবস্থা বেশি শোচনীয়। তার পায়ে প্লাস্টিক সার্জারির প্রয়োজন হবে। কারণ পায়ের মাংস হাড় থেকে খুলে বেরিয়ে গেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ফের স্ট্রোক, লাইফ সাপোর্টে পাইলট আবিদের স্ত্রী
--------------------------------------------------------

কবির হোসেন প্রসাধনী সামগ্রীর ব্যবসার সাথে জড়িত। আর এজন্যই তিনি ১২ মার্চ ঢাকা থেকে ইউএস-বাংলার ফ্লাইট বিএস২১১ তে করে কাঠমান্ডু যাচ্ছিলেন।

তার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার বাজিতপুর।

গত ১২ মার্চ (সোমবার) ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পতিত হয়।

বিমানটিতে মোট ৪ ক্রুসহ ৭১ যাত্রীর মধ্যে বাংলাদেশি ৩২ জন, নেপালি ৩৩ জন, একজন মালদ্বীপ ও একজন চীনের নাগরিক ছিলেন। তাদের মধ্যে পুরুষ যাত্রীর সংখ্যা ছিল ৩৭, নারী ২৮ ও দুজন শিশু ছিল। এরমধ্যে ২৬ বাংলাদেশিসহ ৫১জন মারা যান।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
X
Fresh