• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনা আরোগ্য সূচকে দ. এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, বিশ্বে ৫ম

আরটিভি নিউজ

  ০৭ মে ২০২২, ১৮:৪২

বৈশিক মহামারী করোনাভাইরাস থেকে আরোগ্য লাভের সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে বাংলাদেশ। আর বিশ্বের ১২১ দেশের মধ্যে পঞ্চম অবস্থানে।

বৃহস্পতিবার (৫ মে) প্রকাশিত নিকেই করোনাভাইরাস আরোগ্য সূচকের সর্বশেষ সংস্করণে বাংলাদেশ পেয়েছে ৮০ পয়েন্ট। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কম্বোডিয়া ও রুয়ান্ডার পরেই বাংলাদেশের অবস্থান।

তালিকায় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে নেপাল ৫, পাকিস্তান ২৩, শ্রীলঙ্কা ৩১ ও ভারত ৭০ নম্বরে রয়েছে। গত কয়েক মাস ধরে বাংলাদেশে করোনা সংক্রমণ নিম্নগামী হয়েছে। গত ২০ এপ্রিলের পর একটানা ১৭ দিন করোনায় কারও মৃত্যু হয়নি।

এর আগে মার্চে ৭২ পয়েন্ট পেয়ে বাংলাদেশে অবস্থান ছিল ১৩তম। করোনার সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশ ও অঞ্চলের ব্যবস্থাপনা, টিকা দেওয়ার হার এবং সামাজিক তৎপরতার ওপর ভিত্তি করে প্রতি মাসের শেষে এই সূচক প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লঙ্কা প্রিমিয়ার লিগে দল কিনল বাংলাদেশি প্রতিষ্ঠান
১৬০০ মিটার দৌড়ে যেমন করলেন টাইগাররা
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধি দলের ঢাকা সফর
মিশা-ডিপজলকে জয়ের মালা পরিয়ে দিলেন নিপুণ (ভিডিও)
X
Fresh