• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ওমিক্রন : বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু মডার্নার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২২, ১০:২৬
ওমিক্রন : বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু মডার্নার
ছবি: সংগৃহীত

ওমিক্রন মোকাবিলায় বিশেষভাবে তৈরি টিকার বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরুর কথা জানিয়েছে ওষুধ উৎপাদনকারী মার্কিন প্রতিষ্ঠান মডার্না।

প্রতিষ্ঠানটি বলছে, অন্তত ৬০০ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর টিকার বিশেষ বুস্টার ডোজের পরীক্ষা করা হবে। তাদের মধ্যে ৩০০ জন অন্তত ৬ মাস আগে মডার্না টিকার দুই ডোজ নিয়েছেন। এবং বাকি ৩০০ জন দুই ডোজের পাশাপাশি মডার্নার বর্তমান বুস্টার ডোজও নিয়েছেন। এতে করে ওমিক্রনের জন্য তৈরি বুস্টার ডোজটি তৃতীয় ও চতুর্থ ডোজ হিসেবে কতটা কার্যকর, তা যাচাই করা হবে।

এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক আরেক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ওমিক্রন রোধে নতুন টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে। ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের ওপরে নতুন টিকার পরীক্ষা চালানো হবে।

এছাড়া ওমিক্রন রোধে টিকার নতুন সংস্করণ নিয়ে কাজ করছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা।

সূত্র: এএফপি, টাইমস অব ইন্ডিয়া

আরএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
X
Fresh