• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২২, ১৭:০২
করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি ২৮ হাজার ২৭৩ জন। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৫২৭ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩৪ শতাংশে।

বুধবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল (২৫ জানুয়ারি) ১৮ জনের মৃত্যু এবং ১৬ হাজার ৩৩ জন রোগী শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬০ হাজার ৬ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৯ হাজার ২৭৫টি। পরীক্ষা করা হয় ৪৯ হাজার ৭৩টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী ৪ জন। ঢাকা বিভাগে মারা গেছেন ১০ ও চট্টগ্রামে ৪ জন মারা গেছেন। এছাড়াও রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

এমএন

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
X
Fresh