• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ওমিক্রনের সঙ্গে ডেল্টার পার্থক্য কোথায়, কী বলছে গবেষণা  

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২২, ১২:১৪
ওমিক্রনের, সঙ্গে, ডেল্টার, পার্থক্য, কোথায়, কী, বলছে, গবেষণা,   
ফাইল ছবি

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আগের উচ্চ সংক্রামক ডেল্টা ধরনের তুলনায় কম গুরুতর। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা বলছে, হাসপাতালে ভর্তি হচ্ছে কম মানুষ, নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) প্রয়োজনীয়তা কম এবং মৃত্যুও কম হচ্ছে।

দ্রুত সংক্রামক ওমিক্রনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ও হাসপাতালে ভর্তি হওয়ায় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা চাপে পড়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঘটা সত্ত্বেও বর্তমানের ওমিক্রন ঢেউয়ে হাসপাতালে ও আইসিইউতে ভর্তি ২৯ শতাংশ কম গত শীতের ঢেউয়ের তুলনায় এবং ডেল্টা ঢেউয়ের সময়ের তুলনায় ২৬ শতাংশ কম।

গবেষণায় বলা হয়, ওমিক্রনের সময় করোনা গুরুতর না হওয়ার কারণ ব্যাপকভাবে টিকাদান, বুস্টার ডোজ প্রয়োগ।

সূত্র: রয়টার্স

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh