• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

২৪ ঘণ্টায় মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে

আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২২, ১৭:৩৯
২৪ ঘণ্টায় মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে
ফাইল ছবি

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৪৭ জন। এর আগে গতকাল (শুক্রবার) ৬ জনের মৃত্যু এবং ৪ হাজার ৩৭৮ জন রোগী শনাক্ত হয়েছিলো।

শনিবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ২১১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ২৮টি নমুনা। এরমধ্যে রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৪৭ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯৪ জন।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৩৬ জনের। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জন।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী। এরমধ্যে ঢাকা বিভাগের ৪ জন। বরিশালে ১ ও সিলেটে ২ জন মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরএ/

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
X
Fresh