• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দেশে করোনায় মৃত্যু বেড়ে তিনগুণ, শনাক্ত ছাড়াল তিন হাজার

আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২২, ১৬:২৭
দেশে করোনায় মৃত্যু বেড়ে ৪ গুণ
ফাইল ছবি

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৫৯ জন। এর আগে গতকাল (বুধবার) ৪ জনের মৃত্যু এবং ২ হাজার ৯১৬ জন আক্রান্ত হয়েছিল।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৭ হাজার ৯২০টি নমুনা। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৫৯ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জনে। মৃত্যু হয়েছে ২৮ হাজার ১২৩ জনের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০২ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ৫১ হাজার ৯৫৫ জন।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক শূন্য ৩ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ৮ জন। চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
X
Fresh