• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনায় কমেছে শনাক্ত, বাড়েনি মৃত্যু 

আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২২, ১৭:৩৮
করোনায় কমেছে শনাক্ত, বাড়েনি মৃত্যু 
ফাইল ছবি

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১১৬ জন। সুস্থ হয়েছেন ১৫৪ জন। এর আগে গতকাল (শুক্রবার) একজনের মৃত্যু এবং ১ হাজার ১৪৬ জন রোগী শনাক্ত হয়েছিল।

শনিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ৫০ হাজার ৬৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৫৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ২৭৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নারী চট্টগ্রাম বিভাগের।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh