• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২১, ১৭:০৯
ফাইল ছবি

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছেন ২৬১ জন। এর আগে গতকাল (বুধবার) দুজনের মৃত্যু এবং ২৮২ জন রোগী শনাক্ত হয়েছিল।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৬ হাজার ৮২৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৮৬ জনের।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ২৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৫৭টি নমুনা। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১ দশমিক ২৪।

এ ছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ৩১৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪১ হাজার ৬৬১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।

সর্বশেষ মারা যাওয়াদের একজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে একজনের বাড়ি ঢাকা বিভাগে। বাকি দুজনের একজন খুলনা বিভাগে, অপর জনের বাড়ি ময়মনসিংহে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর আসে।

আরএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাকা দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডিপজল
ডিএ তায়েবের জন্য যেভাবে ভোট চাইছেন মেয়ে টুনটুনি
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
X
Fresh