• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনার ক্যাপসুলের দাম নির্ধারণ

আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২১, ১৯:০৫
করোনা ক্যাপসুল

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার পাশপাশি বাজারে ক্যাপসুল নিয়ে আসতে যাচ্ছে দেশীয় কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিটি ক্যাপেসুলের দাম ৭০ টাকা নির্ধারণ করেছে। করোনায় আক্রান্ত রোগী চিকিৎসকের পরামর্শে ক্যাপসুল খেতে পারবেন।

সংশ্লিষ্টরা জানান, করোনা প্রতিরোধে ফুল কোর্স হবে পাঁচদিনের। প্রতিদিন আটটি ক্যাপসুল খেতে হবে, যার মধ্যে সকালে চারটি ও রাতে চারটি। একজন রোগীর জন্য ফুল কোর্সের মলনুপিরাভির দাম পড়বে ২ হাজার ৮০০ টাকা।

মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালক (মার্কেটিং) রিজভী উল কবির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার (৮ নভেম্বর) থেকে রাজধানী ঢাকায় এবং আজ মঙ্গলবার (৯ নভেম্বর) থেকে দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে মলনুপিরাভির ক্যাপসুল পাওয়া যাচ্ছে।

রিজভী উল কবির বলেন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশনা ও গাইডলাইন মেনে আমরা এক হাজার ৬০০ বক্স মলনুপিরাভির ক্যাপসুলের নমুনা জমা দিয়েছিলাম। অধিদপ্তরের ড্রাগ টেস্টিং ল্যাবে নমুনা পরীক্ষা করে এ ওষুধের অনুমোদন দিয়েছে। এরপরই ক্যাপসুল বাজারজাত শুরু করেছি।

এফএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণে ইসির নির্দেশনা
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
X
Fresh