• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে

আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২১, ১৭:২০

করোনাভাইরাস সংক্রমণে একদিনের ব্যবধানে আবারও মৃত্যু ও শনাক্ত বেড়েছে। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে তিনজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২২৯ জন। এ নিয়ে ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত হয়েছে ২৭ হাজার ৮৭৩ জন।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২২৯ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ২০ হাজার ৪৮টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ৩১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন।

তবে গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর দুই জনের মৃত্যু এবং ২১৪ জনের শরীরে করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করেছিল।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ ধরা পরে। ঠিক তার ১০ দিন পর ১৮ মার্চ করোনায় মৃত্যুর খবর পাওয়া যায়।

এফএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট স্ট্রোকে একজনের মৃত্যু
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
X
Fresh