• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২১, ১৬:৪৯
করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে
ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ২৯৩ জন। এর আগে গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) ৯ জনের মৃত্যু এবং ৩৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলো।

শনিবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ২৫১ জনের। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮০টি। এখন পর্যন্ত মোট ১ কোটি ৭৬ হাজার ৮২৫টি নমুনা পরীক্ষায় হয়েছে। এরমধ্যে রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৫২ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪৪২ জন।এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ২৭ হাজার ৩৩৩ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ২ জন নারী। এদেরমধ্যে ঢাকা বিভাগের ৩, চট্টগ্রামে ১, খুলনায় ১ ও সিলেটের একজন রয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

আরএ/এসকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত
আজ পবিত্র শবেকদর
করোনায় আরও একজনের মৃত্যু
যেদিন ২ বিভাগে হতে পারে ঝড়-বৃষ্টি
X
Fresh