• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনার বংশবিস্তার বন্ধ করবে এমন ওষুধ আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২১, ২০:১০
ফাইল ছবি

করোনাভাইরাসের জেনেটিক কোডে আক্রমণ করে এর বংশবিস্তার বন্ধ করবে- এমন ওষুধ আবিষ্কারের দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি মের্ক। কোম্পানিটির কর্মকর্তারা বলছেন, তাদের তৈরি মলনুপিরাভির নামের পিলটি ভাইরাসটির বংশবৃদ্ধি প্রায় স্থবির করে দেয়। এটি সেবনে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি অর্ধেক কমে যায়।

মের্কের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মলনুপিরাভির একমাত্র ওষুধ, যা মানবদেহে করোনা প্রতিরোধ ক্ষমতা তৈরির পাশাপাশি ভাইরাসটির বংশবিস্তার ক্ষমতা অকার্যকর করে। ওষুধটি বর্তমানে মার্কিন খাদ্য ও ওষুধ বিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফুডস অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে (এফডিএ)-এর জরুরি ব্যবহারের অনুমোদনের অপেক্ষায় আছে।

মলনুপিরাভির পিলটির ৩টি মেডিকেল ট্রায়ালে করোনা রোগীদের উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে বলে দাবি করেন কর্মকর্তারা। শিগগিরই এফডিএ’র অনুমোদন পাওয়ার আশা প্রকাশ করে মের্কের প্রধান নির্বাহী রবার্ট ডেভিস বলেন, সারা বিশ্বেই করোনার চিকিৎসা জটিল ও চ্যালেঞ্জিং। অ্যান্টি ভাইরাল ওষুধটি যদি এই চিকিৎসায় ব্যবহৃত হয় তাহলে দৃশ্যপট পাল্টে যাবে। আশা করছি দ্রুত যুক্তরাষ্ট্রের পাশাপাশি সারা বিশ্বে মলনুপিরাভির ব্যবহার শুরু হবে।

যুক্তরাজ্যের কিংস কলেজের মেডিসিন বিভাগের ভিজিটিং অধ্যাপক পেনি ওয়ার্ড বলেন, বিশ্বে মহামারিতে করোনায় কী পরিমাণ বিপর্যয় হয়েছে তা আমরা দেখেছি। তবে যদি এমন কোনও ওষুধ আবিষ্কার হয় যা খেলে রোগীদের হাসপাতালে ভর্তি হতে হবে না, ঘরে বসেই সুস্থ হতে পারবেন- তাহলে ব্যাপারটা দারুণ হবে।

এনএইচ/এসএস

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh