• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ডেঙ্গুতে আরও ২৩৪ জন হাসপাতালে 

আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২১, ২০:২৩
ডেঙ্গুতে আরও ২৩৪ জন হাসপাতালে 
ফাইল ছবি

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৩৪ জনের মধ্যে ৫২ জন ঢাকার বাইরে এবং বাকি ১৮২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৪৭ জন রোগী ভর্তি আছেন।

তাদের মধ্যে, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪৭ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ২০০ জন রোগী ভর্তি আছেন।

চলতি মাসে এ পর্যন্ত মোট ৪ হাজার ৭০৯ জনের ডেঙ্গু শনাক্ত হলো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জনের, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জনের এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

এই বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ হাজার ৬৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৩ হাজার ৭৬১ জন।

এসজে/

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা মিললে নির্মাণকাজ বন্ধ : মেয়র তাপস
ঘরে বসেই করা যাবে ডেঙ্গু পরীক্ষা, খরচ ১২০ টাকা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
X
Fresh