• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এডিসের কামড়ে আরও ২৮৮ জন হাসপাতালে ভর্তি

আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:১৮
ডেঙ্গু রোগী

সারাদেশে গত চব্বিশ ঘণ্টায় এডিস মশার কামড়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ২৮৮ জন রোগী ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, চব্বিশ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়ায় ২৮৮ জনের মধ্যে ঢাকায় ২৩২ জন ও ঢাকার বাইরে ৫৬ জন।

বিবৃতিতে আরও বলা হয়, এখন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ২৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে এক হাজার ৬৭ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৮৯ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগী ১৪ হাজার ৫০৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ১৯৬ জন রোগী। এ পর্যন্ত ৫৭ জন ডেঙ্গুতে মারা গেছেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক দত্তক পেলেন সেবিকা
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
X
Fresh