Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ৩ আশ্বিন ১৪২৮

আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৭
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৮

করোনা ইউনিটে বিভিন্ন জেলায় ১৯ জনের মৃত্যু

করোনা ইউনিটে বিভিন্ন জেলায় ১৯ জনের মৃত্যু
ফাইল ছবি

করোনায় দেশে কমছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) আরটিভি নিউজের জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহে। সেখানে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও রাজশাহীতে ৫ জনের মৃত্যু হয়েছে।

এরপরই ফরিদপুরে ৪, দিনাজপুরে ৩ এবং চাঁদপুরে ১ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এমআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS